
বেশ কয়েক বছর ধরে সেলফ এমপ্লয়িদের সংখ্যা বাড়ছে। আর স্বাধীন পেশাদার বা নতুন ব্যবসায়ীর কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে ওয়ার্ক স্পেস। এঁদের মধ্যে খুব কমজনই যথেষ্ট পরিমাণ পুঁজি নিয়ে কাজ শুরু করার সুযোগ পেয়ে থাকেন। তাই একটা সম্পূর্ণ অফিস স্পেস ভাড়া করে কাজ শুরু করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তাঁদের কাছে। এমন তরুণ উদ্যোগপতি এবং ফ্রিলান্সারদের জন্যেই ২০০০ সালে একটি বিজনেস সেন্টার তৈরি করে এপিজে। সল্টলেকে অবস্থিত এই এপিজে বিজনেস সেন্টার (এবিসি)-এর ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ কো-ওয়র্কিং স্পেস রয়েছে যেগুলি একাধিক ছোট কোম্পানির মালিকেরা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিতে পারেন।
কলকাতার যে কোনও অঞ্চলে যে কোনও প্রাইভেট কমার্শিয়াল স্পেস ভাড়া না করে এই ধরনের বিজনেস সেন্টারে কো-ওয়র্কিং স্পেস নেওয়ার সুবিধা অনেক বেশি। প্রাইভেট কমার্শিয়াল স্পেস ভাড়া করে অফিসের উপযোগী পরিকাঠামো তৈরি করতে যে বিপুল পরিমাণ খরচ হয়, তা প্রাথমিক ইনভেস্টমেন্টের খরচ প্রচুর বাড়িয়ে দেয়। অন্যদিকে কো-ওয়র্কিং স্পেসগুলি যে সেন্টারে থাকে, তা প্রথম থেকেই সম্পূর্ণ অত্যাধুনিক পরিকাঠামো-সম্বলিত। যা ছোট ব্যবসায়ী এবং স্বাধীন পেশাদারদের জন্য অনেক বেশি সুবিধাজনক।