
ডুয়ার্সের পরে সমতলে কমলালেবুর চাষ শুরু হয়েছে। গত বছরই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় কমলালেবু ফলিয়েছেন স্থানীয় এক চাষি। কিন্তু প্রশাসনের উদাসীনতার কারণে এই চাষে ইসলামপুর মহকুমায় ব্যাপক সম্ভাবনা মার খাচ্ছে বলে অভিযোগ চাষিদের।
অর্থকরী এই ফসলটি প্রধানত দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় ভালো হয়। সেখান থেকে শিলিগুড়ি হয়ে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রি হয়। বাজারদরও ভালো। গত বছর ইমাজ সাহেব চাকুলিয়ায় কমলালেবু চাষ করে নজির সৃষ্টি করেছেন। স্থানীয়ভাবে এখানে চাষ হলে এলাকার মানুষের কাছে সহজলভ্য হবে। দামও সাধারণের হাতের নাগালে থাকবে। এলাকায় ব্যাপকভাবে এর চাষ শুরু হলে এলাকার আর্থ-সামাজিক উন্নতি হতে পারে।
চিরাচরিত চাষের পরিবর্তে নতুন চাষের দিকে চাষিরা ঝুঁকছেন। এমতাবস্থায় কমলালেবুর চাষ নতুন মাত্রা দিতে পারে। চাষিরা দাবি করেছে, উদ্যানপালন দপ্তর থেকে তাদের এই চাষের বিষয়ে সচেতন করতে প্রশিক্ষণ শিবির করা হোক, যাতে তারা কমলালেবুর চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার প্রয়োগ ও কীট শত্রু দের সম্বন্ধে ধারনা তৈরি করতে পারে ও এই ধরনের কমলা চাষে উৎসাহিত হয়।